[3:26 am, 03/11/2021] arka bhaduri: বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ দল আগামী বুধবার সিদ্ধান্ত নেবে ভারতে তৈরি কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য স্বীকৃতি দেওয়া যাবে কিনা। যাঁরা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন, ইউরোপ বা আমেরিকা যাওয়ার আগে তাঁদের WHO-এর সম্মতির জন্য অপেক্ষা করতে হবে।
Covid in India: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১১,৯০৩ জন, মৃত্যু হয়েছে ৩১১ জনের
তবে ইতিমধ্যেই বেশ কিছু দেশ কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে৷ দেখে নেওয়া যাক তাদের তালিকা-
গুয়ানা
ইরান
মেক্সিকো
নেপাল
প্যারাগুয়ে
ফিলিপিন্স
জিম্বাবুয়ে
অস্ট্রেলিয়া
ওমান
শ্রীলঙ্কা
এস্টোনিয়া
গ্রিস