কলকাতা পুরভোটের (KMC Election) দিন ঘোষণা হয়ে গেছে। কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সংরক্ষণের ফলে এবার অনেক প্রভাবশালী কাউন্সিলর (Councilor) নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
কলকাতা পুরসভার (Municipal Corporation) পরবর্তী মেয়র (Mayor) কে হবেন! সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo)! নাকি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)! এবারও কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়ানোর সম্ভাবনা ফিরহাদ হাকিমের। সংরক্ষণের আওতায় অনেক প্রভাবশালী কাউন্সিলরই নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারছেন না। তাঁদের অন্য ওয়ার্ডে পাঠানো হতে পারে। এবার পুরভোটে থাকবে মহিলা সংরক্ষণ কোটাও। তার ফলেও প্রার্থী হওয়ার সুযোগ হারাতে পারেন পুরনো কাউন্সিলররা।
শাসকদলের তিন কাউন্সিলর সদ্য বিধানসভা থেকে জিতেছেন। তাঁদেরকেও পুরভোটে দাঁড় করানো হবে কিনা, তা নিয়েও চলছে জল্পনা। একই পরিবার থেকে একাধিক প্রার্থীও আর দেওয়া যাবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিতে চাইছে শাসকদল।