পুজোর করোনা বিধি শিকেয় তুলে রাস্তায় ভিড় করেছেন দর্শনার্থীরা। করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় স্বাস্থ্য বিভাগের সব কর্মীদের ছুটি বাতিল করে দিল কলকাতা পুরসভা। মঙ্গলবার লক্ষ্মীপুজোর দিনই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার দুর্গাপুজোর ভিড় দেখে চোখ কপালে উঠেছে রাজ্যের চিকিৎসকদের। রাজ্য জুড়ে কোভিডের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই কোভিড পরীক্ষা ও ভ্যাকসিনেশনের গতি বাড়িয়ে দিয়েছে। একই পথে হাঁটল কলকাতা পুরসভাও।
অগাস্ট মাস থেকে করোনার প্রকোপ অনেকটা কমতে শুরু করে রাজ্যে। কোভিড বিধি মেনে এবার সব মণ্ডপ তৈরির অনুমতি দিয়েছিল হাইকোর্ট। সেই অনুযায়ী নির্দেশিকা জারি করে রাজ্য সরকারও। কিন্তু পুজো যত এগিয়ে আসে, মানুষের রাস্তার নামার ইচ্ছেও সমানুপাতিকভাবে প্রবল বেড়ে ওঠে। পুজোর শপিংয়েই উঠে গিয়েছিল মাস্ক। চতুর্থী থেকে করোনা বিধি ভুলেই রাস্তায় নামেন দর্শনার্থীরা।