পুরভোটে একা লড়ার কথা ভাবছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। বামফ্রন্ট (CPM) বা কংগ্রেসের (Congress) সঙ্গে বোঝাপড়া না হলে তারা একাই লড়বে পুরভোটে।
রাজ্যে তৃণমূল (TMC) এবং BJP ছাড়া তৃতীয় পক্ষের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু নির্বাচনে সংযুক্ত মোর্চার বিপর্যয়ের পরেই তিন শরিকের মধ্যে ব্যবধান বেড়েছে।
সিদ্ধান্ত হয়েছে, কলকাতা (KMC Election) ও হাওড়া পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ। ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে সংগঠন। তবে মোর্চা না একক ভাবে দল নির্বাচনে নামবে সেই সিদ্ধান্ত নিতে ১৪ নভেম্বর রাজ্য কমিটির সভা ডাকা হয়েছে বলে সূত্রের খবর।
TMC : 'চামড়া গুটিয়ে নেওয়া হবে', দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা তৃণমূলের জেলানেত্রীর
বিধানসভা নির্বাচনে আইএসএফ-কে সামনে রেখেই গুটি সাজিয়েছিল সংযুক্ত মোর্চা। কিন্তু পুরভোটের আগে কার্যত তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। নির্বাচনে জোটের জন্য এখনও পর্যন্ত কোনও প্রস্তাব আসেনি মোর্চার পক্ষ থেকে। এদিকে ভোটের সময় এগিয়ে আসছে নির্বাচনী প্রস্তুতির জন্য চাপ বাড়ছে নেতৃত্বের উপর। তাই আর সময় নষ্ট করতে চাইছেন না তাঁরা। প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিতে চাইছে সংগঠনের নেতারা।