ICC ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে তিনে নামলেন মিতালি রাজ (Mithali Raj)। এক নম্বরে ছিলেন তিনি। ছয় নম্বরে এলেন স্মৃতি মান্ধানা। বোলিং তালিকায় দুই নম্বরে বাংলার ঘরের মেয়ে ঝুলন গোস্বামী।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচে ৮৭ রান করেন মিতালি। এক ও দুই নম্বরে এলেন অস্ট্রেলিয়ার ব্যাটার্স লিজ়লে লি ও অ্যালাইসা হিলি। ছয় নম্বরে উঠেলেন আরেক ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা।
সিরিজের তিন ম্যাচে চার উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেন ঝুলন গোস্বামী। আইসিসি অলরাউন্ডার তালিকায় ১০ নম্বরে ঢুকলেন তিনি। শেষ ম্যাচে ৩৭ রানে তিন উইকেট নেন তিনি। ভেঙে যায় অস্ট্রেলিয়ার ২৬ ম্যাচের উইনিং স্ট্রিক।