১৮ বছর বয়সে লেমোনেড, আইসক্রিম বেচে সংসার চালিয়েছে মেয়েটা। আর আজ ৩১ এ এসে কেরালার ভারকালা থানার প্রোবেশনারি সাব ইন্সপেক্টর অ্যানি সিভা। সব হারানো একটা মেয়ের শুধু ইচ্ছেশক্তির জোড়ে জিতে যাওয়ার গল্প এটা।
কলেজে পড়তে পড়তেই প্রেমিককে বিয়ে করে ফেলে অ্যানি। ফুটফুটে একটা মেয়েও হয় তাঁদের। কিন্তু মেয়ের যখন সবে ৬ মাস বয়স, তাঁদেরকে ফেলেই চলে যায় অ্যানির স্বামী। সংসার চালাতে তখন রাস্তায় লেমোনেড, আইসক্রিমের দোকান দিয়েছিল মেয়েটা। ভাগ্য একটু মুখ ফিরে চেয়েছিল শুধু। সেই সুযোগটাই নষ্ট হতে দিল না জেদি মেয়েটা। পড়াশোনার সুযোগ পেয়েই কলেজ পাশ করা, তারপর চাকরির পরীক্ষা। সেখানেও এল সাফল্য। অ্যানি এখন সারা দেশের কতো কতো অ্যানিদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।