রবীন্দ্রসদনে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কলকাতার পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের স্মৃতিচারণায় সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে উঠে এল অনেক কথা।
ফিরহাদ হাকিম জানান, ছোটোবেলা থেকেই সুব্রত মুখোপাধ্যায়কে তিনি হিরো হিসেবেই দেখেছেন। তাঁর রাজনীতিতে আসার পেছনে আইকনের ভূমিকা নিয়েছেন সুব্রত। এর পাশাপাশি তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে। মরদেহ আর কলকাতা কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে না।
Subrata Mukherjee Death: সুব্রতর প্রয়াণে শোকের ছায়া সতীর্থদের মধ্যে, শোকবিহ্বল মমতা-ফিরহাদ-পার্থরা
রবীন্দ্র সদন থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার স্পিকার সহ অন্যান্য সদস্যরা। তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে পঞ্চায়েত মন্ত্রীর নিজের পাড়া, নিজের ক্লাব বালিগঞ্জ একডালিয়া এভারগ্রিনে। সেখান থেকে বিকেল চারটের সময় সুব্রত মুখোপাধ্যায় শেষযাত্রা রওনা দেবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানেই গান স্যালুটের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে পঞ্চায়েত মন্ত্রীর।