ফটো ট্যাগিংয়ের ক্ষেত্রে ফেসিয়াল রেকগনিশন (Facebook Facial Recognition) প্রযুক্তির ব্যবহার তুলে দিচ্ছে ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা। ফেসিয়াল রেকগনিশন নিয়ে তাঁদের মাথায় নতুন আইডিয়া আছে বলে জানিয়েছে মার্ক জুকারবার্গের (mark Zuckerburg) সংস্থা। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ফেসবুকের ইউজার্সদের ফেসিয়াল টেম্পলেটও ডিলিট করে দেওয়া হবে। মেটাভার্স প্রোডাক্টের নতুন পলিসি অনুযায়ী, কোনও ফেসিয়াল রেকগনিশন থাকবে না।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফেসবুকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের জন্য বায়োমেট্রিক শুরু করার দিকে কয়েকধাপ এগিয়ে গিয়েছে মেটাভার্স। যেখানে ইউজার্সরা নিজের অবতার ব্যবহার করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসতে পারবেন। তবে ডিপ ফেস অ্যালগরিদমের মাধ্যমে ফটো ট্যাগিং ফিচারকে উন্নত করছে মেটা।
২০১০ সালে ডিপ ফেস অ্যালগরিদম (Deep Face Algorhythm) শুরু করেছিল ফেসবুক। ফেসিয়াল রেকগনিশনের ক্ষেত্রে এই সফটওয়্যার নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ইউজার্সদের পোস্ট থেকে ছবি খুঁজে নিয়ে ফেসিয়াল টেমপ্লেট তৈরি করে এই সফটওয়্যার।
ফেস রেকগনিশন সিস্টেম বন্ধ করছে ফেসবুক, প্রভাবিত হতে পারে ১ বিলিয়নের বেশি ব্যবহারকারী
এই প্রযুক্তিতে প্রাইভেসি নিয়ে প্রশ্ন ওঠায় নীতি পরিবর্তন করে ফেসবুক। ২০২০ সালে বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি আইনে এই ট্যাগিং নিয়ে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগও ওঠে। ফেসবুক ফেসিয়াল রেকগনিশন স্থগিত করলেও মেটা কিছু কিছু প্রজেক্টে এখনও বায়োমেট্রিক ডেটা নিয়ে কাজ করছে।