অর্পিতা ঘোষের (Arpita Ghosh) রাজ্যসভা আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করল তৃণমূল (TMC)।
টুইট করে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যসভার আসনে তৃণমূল কংগ্রসের প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
Dilip Ghosh: গোয়ায় পার্টি অফিস খোলার লোক নেই, তৃণমূলকে কটাক্ষ দিলীপের
মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী', এই টুইট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)।