শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেও দল ছাড়বেন না বলে দাবি করলেন তাঁর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, "দলত্যাগ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা একই পরিবারের সদস্য হলেও আমি তৃণমূলেই আছি এবং থাকব।" নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অনুগত সৈনিক' বলেও দাবি করেন দিব্যেন্দু। আগামী বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা প্রশ্ন করা হলো তাঁর মন্তব্য, "আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি! আমার অবস্থান স্পষ্ট।" ছেলের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বাবা শিশির অধিকারী।