কোভিড স্ট্রেনগুলোর (Covid 19) মধ্যে গোটা বিশ্বে এখনও দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Variant)। বুধবার এমনই জানালেন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (WHO) টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরকোভ। এখনও পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশে এই স্ট্রেন (Strain) পাওয়া গেছে। সংক্রমণের শক্তিও এই ডেল্টা ভ্যারিয়েন্টের অনেক বেশি।
WHO-এর মতে, ডেল্টা ভ্যারিয়েন্ট সর্বাধিক শক্তিশালী। অন্য সব ভ্যারিয়েন্টের সঙ্গে দ্রুত হারে মিশে যাচ্ছে। আর সংক্রমণ ছড়ানোর হারও ডেল্টার অনেক বেশি। বর্তমানে আলফা, বিটা, গামার মতো স্ট্রেনের সক্রিয়তা গোটা বিশ্বে এক শতাংশেরও কম। কেরকোভ জানান, বাতাসে ভেসে থাকা অন্য ভাইরাসের সঙ্গে মিশে যাচ্ছে ডেল্টা। তাই গ্লোবাল পাবলিক হেলথ (Global Public Health) নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে WHO।
২০২০ সালের শেষদিকে কোভিডের প্রথম ঢেউয়ের পর ভারতে প্রথম পাওয়া যায় ডেল্টা স্ট্রেন। আমেরিকাতেও ডেল্টা স্ট্রেনের প্রভাবে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সক্রিয় ডেল্টা স্ট্রেন তৃতীয় ঢেউয়েও ভয়ের কারণ হতে পারে। WHO-এর পক্ষ থেকে জানানো হয়, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনেশনের (Vaccination) হার থাকলে ভয়ের কিছু নেই। ডেল্টা প্রতিরোধেও ভ্যাকসিন (Vaccine) কাজ করছে। কোভিডে লড়াইয়ের জন্য দেশের প্রত্যেক নাগরিকের ভ্যাকসিনেশন তাই অত্যন্ত জরুরি পদক্ষেপ।