রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত (Covid 19) হলেন ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুয়ায়ী, সংক্রমণের শীর্ষে আছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২০৫। মৃত্যু হয়েছে একজনের।
সোমবার রাজ্যের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কিছুটা নিম্নমুখী দৈনিক সংক্রমণ (Daily Infection) ও মৃত্যুর হার। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৯১৪। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৮৬৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
দুয়ারে দীপাবলি, বাড়ছে করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যে ফের বাড়ল কোভিড গ্রাফ
কলকাতার পরই সংক্রমণের শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে একজনের।