পুজোর পর কোভিড নিয়ে এখনও পর্যন্ত স্বস্তিতে রাজ্য। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ৪৫১। গতকালের থেকে যা কম। এদিন মৃত্যু হয়েছে আট জনের।
কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারের নির্দেশ মেনে কোভিড বিধি বেঁধে দেয় দুর্গাপুজো (Durga Puja 2021) কমিটিগুলো। কিন্তু সব আয়োজন হলেও বিভিন্ন বড় পুজোয় মানুষের ঢল নামে। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছিল। এই পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তি দিল গত ২৪ ঘণ্টার রাজ্যের কোভিড গ্রাফ। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
রাজ্যের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে তিনজনের। সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে উত্তর ২৪ পরগনাতে। এই জেলায় দৈনিক সংক্রমণের সংখ্যা ৮৪। তবে মৃত্যু হয়েছে চার জনের।