দুর্গাপুজোর আগে রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
রাজ্যের অন্য জেলায় সংক্রমণের প্রভাব তেমন বেশি না হলেও, চিন্তা বাড়াচ্ছে শহর ও শহরতলি। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। মৃত্যু হয়েছে একজনের। উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ১৪৩। এই জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের।
কোভিড বিধির জন্য পুজোর নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তার তদারকিও করছে পুলিশ। বৃহস্পতিবার আদালত সিঁদুর খেলা ও অষ্টমীর অঞ্জলীর অনুমতি দিয়েছে। কিন্তু ভ্যাকসিনের দুটি টিকা না নেওয়া থাকলে, কোনও ভাবেই অংশ নেওয়া যাবে না।