কলকাতা পুরসভা নির্বাচনে ৬৭টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। প্রার্থী তালিকায় তেমন বড় কোনো চমক নেই। প্রার্থী হয়েছেন প্রকাশ উপাধ্যায়, সন্তোষ পাঠকের মতো চেনা মুখরা।
কংগ্রেস যে ওয়ার্ডগুলিতে প্রার্থী দিয়েছে, সেগুলির অধিকাংশেই প্রার্থী দিয়েছে বামেরা। ফলে কলকাতা পুরভোটে জোট হচ্ছে না।
TMC: ''প্রার্থী করার কথা বলেননি দিদি', প্রচার শুরু করে বললেন মমতার ভ্রাতৃবধূ
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যেই প্রচার করবে তারা। যে ওয়ার্ডে হাত চিহ্নের প্রার্থী থাকবেন না,সেখানে এই দুই দলকে হারাতে সক্ষম প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানাবে দল।