Billion Doses Baby: ভ্যাকসিনে ১০০কোটির লক্ষ্যমাত্রা ছুঁল ভারত, ট্যুইটে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Updated : Oct 21, 2021 18:11
|
Editorji News Desk

বৃহস্পতিবার ভারত কোভিড-১৯ ভ্যাকসিনের ১০০ কোটির লক্ষ্যমাত্রাকে ছুঁয়ে ফেলল। কেন্দ্রীয় সরকার এই ঐতিহাসিক কর্মসূচির প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে দিল্লির আরএমএল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানেও মিলিত হন।

এই ঐতিহাসিক কৃতিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন যে, "ভারত ইতিহাস লিখছে। আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যোগ এবং ১৩০কোটি ভারতবাসীর এই ঐতিহাসিক চেতনার সাক্ষী থাকলাম। ১০০কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় ভারতকে অভিনন্দন। আমাদের ডাক্তার, নার্স এবং তাদের সকলকে ধন্যবাদ। এই কৃতিত্ব অর্জনের জন্য কাজ করেছেন। "

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন।

‘ভ্যাকসিন শতাব্দী’ নামক সরকারি অনুষ্ঠান থেকে জানানো হয়, ভারত বিশ্বের প্রথম দেশ যেখানে এক বিলিয়নেরও বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সংখ্যাটা মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত ভ্যাকসিন সংখ্যার দ্বিগুণ, জাপানের চেয়ে পাঁচগুণ, জার্মানির চেয়ে নয়গুণ এবং ফ্রান্সে পরিচালিত ভ্যাকসিন ডোজের সংখ্যা দশগুণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের কৃতিত্বের প্রশংসা করেছে। WHO দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডঃ পুনম ক্ষেত্রপাল সিং বলেন, "শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, আন্তঃক্ষেত্রীয় বিস্তার, সমগ্র স্বাস্থ্যকর্মীদের নিবেদিত প্রচেষ্টা ছাড়া স্বল্প সময়ের মধ্যে এই অসাধারণ কৃতিত্ব অর্জন সম্ভব ছিল না।"

ঐতিহাসিক এই পরিসংখ্যান অতিক্রম করতে মাত্র নয় মাস লেগেছে দেশের। সরকার এই দিনটি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি গান এবং দিল্লির লাল কেল্লায় দেশের সবচেয়ে বড় তেরঙা প্রদর্শন করা।

 

vaccineNarendra ModiCOVID19

Recommended For You

US on Syria War:  দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা!  কারণ কী?
editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার