বুধবার বিজেপির(BJP) নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু(Sayantan Basu)। রাতেই সায়ন্তনের বাড়ি যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী(Samir Chakraborty)। সঙ্গে ছিলেন এক বিধায়ক। তবে তৃণমূল সূরে খবর, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। জানা গেছে, তৃণমূল(TMC) থেকে বিজেপি(BJP) হয়ে আবার তৃণমূলে(TMC) যোগ দেওয়া এক নেতাই এই সৌজন্য সাক্ষাতের মূলে রয়েছেন।
বিজেপির(BJP) হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন রাজ্য কমিটির তালিকা পাওয়া মাত্রই সায়ন্তন বসু(Sayantan Basu) সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। ঘনিষ্ঠ মহলে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন সায়ন্তন বসু(Sayantan Basu)। তিনি ছাড়াও রাজ্য কমিটিতে পদ পাননি প্রতাপ বন্দ্যোপাধ্যায়(Pratap Banerjee), রীতেশ তিওয়ারি(Ritesh Tiwary), জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumder)।
তবে রাজ্য কমিটি থেকে সায়ন্তন বসুকে(Sayantan Basi) ছেঁটে ফেলার দিনই তাঁর বাড়িতে তৃণমূল(TMC) নেতাদের উপস্থিতি কী নিছকই কাকতালীয়? নাকি আদতে তা দল বদলের ইঙ্গিত, তার উত্তর দেবে ভবিষ্যৎ।