‘আচার্য কেন? মুখ্যমন্ত্রীকে রাজ্যপালই করে দিন। তাতেই আপনাদের শান্তি হবে।’
রবিবার শিলিগুড়িতে এই মন্তব্য করে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত আরও উসকে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দার্জিলিং
(Darjeling) যাওয়ার আগে শিলিগুড়িতে তাঁর কটাক্ষ, তাঁর সঙ্গে কোনও রকম আলোচনা না করে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রীকে রাজ্যের
বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা হবে।
আরও পড়ুন : Tmc vs Bengal Governor : রাজ্যপালের বদলে আচার্য মুখ্যমন্ত্রী, সাংবিধানিক দিক খতিয়ে দেখছে রাজ্য
গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) অভিযোগ করেছিলেন, এমন আচার্য থাকলে শিক্ষাজগতের অবস্থা সত্যিই ভয়াবহ হওয়ার কথা। তাঁর
অভিযোগ ছিল, রাজ্যপাল শিক্ষা দফতরের সঙ্গে কোনও সহযোগিতা করেন না। প্রস্তাব পাঠালে, তা হিমঘরে পাঠিয়ে সারাক্ষণ বেআইনি কাজ করেন। রাজ্যপালের
কোনও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই বলেও দাবি করেছিলেন ব্রাত্য।
পাশাপাশি শিক্ষামন্ত্রী কেরলের রাজ্যপালের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাময়িকভাবে
বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা যায় কিনা, সে বিষয়ে সাংবিধানিক ও আইনি দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে আইনজ্ঞের পরামর্শ নেবে শিক্ষাদপ্তর। তার পাল্টা
হিসাবে এদিন রাজ্যপালের সরাসরি হুঁশিয়ারি, তাঁর অনুমতি ছাড়া যত উপাচার্য নিয়োগ করা হয়েছে, সব খতিয়ে দেখবেন তিনি। না হলে কঠোর পদক্ষেপ করার
হুঁশিয়ারি দেন তিনি।