পুরভোটে লড়ুন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, এমনটা চাইছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম সূত্রের খবর, রবিবার সকালে অশোককে ফোন করে শিলিগুড়িতে বামফ্রন্টের নেতৃত্ব দেওয়ার কথা বলেন বুদ্ধদেব।
সম্প্রতি কলকাতা হাই কোর্টে রাজ্য সরকার জানিয়েছে, শিলিগুড়ি-সহ রাজ্যের বাকি পুর-নিগমগুলিতে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি।
পুরভোটে আর লড়তে চান না বলে কিছু দিন আগেই জানিয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক তথা পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। পুরভোটে নিজে না লড়ে পরামর্শদাতার ভূমিকায় থাকতে চান বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁর বিকল্প তেমন কোনও মুখ বামেদের কাছে না থাকায় বামফ্রন্টের তরফে অশোককে নতুন করে রাজি করানোর চেষ্টা শুরু হয়েছে বলে খবর। তাঁর পুরনো ৬ নম্বর ওয়ার্ড থেকেই তাঁর দাঁড়ানোর সম্ভবনাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোন সেই সম্ভবনা আরও জোরদার করল।
অশোক এ দিন বলেছেন, ‘‘বুদ্ধবাবু টেলিফোন করেছিলেন। শিলিগুড়িতে আমাদের আবার জিততে হবে, সেই কথা বলেছেন। ওঁর শরীরের খোঁজ নিয়েছি। বাকিটা দলীয় আলোচনা।’’