বকেয়া পুরভোট ও আগামী সময়ে কী হবে দলের রণ কৌশল। তা ঠিক করতেই কলকাতায় সোমবার রাজ্য বিজেপির বৈঠক। কেন্দ্রীয় নেতা ও বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষের নেতৃত্বে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীসহ জেলা সভাপতি ও বিভাগীয় প্রধানরা এই বৈঠক থেকেই সেই পথ খুঁজবেন।
বিধানসভায় হারের পর থেকেই বিজেপিতে শুরু হয়েছে রক্তক্ষরণ। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তর মতো বহু হেভিওয়েট ফের ফিরে গিয়েছেন ঘাসফুল শিবিরে। উপনির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে অক্ষম হয় বিজেপি। আর সাম্প্রতিক সময়ে কলকাতা পুরভোটে গেরুয়া শিবিরের শোচনীয় ফলের পর দলের সংগঠনের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এসে পড়ে
কলকাতার পাশাপাশি জেলাতেও কার্যত ভেঙেছে গেরুয়া শিবিরে। বিশেষ করে একের পর এক দলের মতুয়া নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। এই আবহে রাজ্য বিজেপির কৌশল বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।