সম্প্রতি অভিনেতা সোনু সুদের করোনা হয়েছিল। খুব শিজ্ঞির রিপোর্ট নেগেটিভও এসেছে তাঁর। আপাতত তিনি সুস্থ। আর এই সুস্থতার জন্য দায়ী করোনার ভ্যাকসিন, এমনটাই দাবি কঙ্গনা রানাউতের।
ভারতে তৈরি ভ্যাকসিনের জন্যই এত চটপট সুস্থ হলেন সোনু, এরকম একটি টুইটও করেছেন বলিউডের 'কুইন'। ভারতীয়দের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করুন সোনু, এমনই অনুরোধ কঙ্গনার।