যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক নিয়ে নতুন করে বিজেপি নেতাদের আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বিক্ষোভের মুখে পড়েন। দীর্ঘ ক্ষণ আটকে থাকেন বিশ্ববিদ্যালয়ে। শেষপর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যান আচার্য জগদীপ ধনখড়। সেই পুরো ঘটনা নিয়ে বিজেপি নেতাদের তোপ দাগলেন বাবুল। সেদিন তো কোনও বিজেপি নেতা এগিয়ে আসেননি, বাড়িতে বসে মজা দেখছিলেন সবাই। বাবুল বলেন সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আমাকে আক্রমণ করেছিল। ওরা অবশ্য বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেনি, করেছিল আমার রাজনৈতিক দলকে। কিন্তু আমি মাঠ ছাড়িনি। একজন বিজেপির নেতাও তো আসেননি সেই সময়ে। উল্টে সিপিএম-তৃণমূলের অফিস ভাঙচুর করে আমাকে অস্বস্তিতে ফেলা হয়েছিল। বাবুলের রঙ বদলের পর তাঁর এই বিস্ফোরক স্বীকারোক্তিতে বঙ্গ বিজেপির বিড়ম্বনা যে বাড়ল, তা বলাই বাহুল্য।