আগামী ২৬ নভেম্বর থেকে এয়ারটেলের (Airtel) প্রি-পেড গ্রাহকদের (Pre-paid customers) ফোনে কথা বলার জন্য এবং ইন্টারনেট ব্যবহারের জন্য দিতে হবে বেশি টাকা। প্রায় ২০%-২৫% পর্যন্ত দাম বাড়ছে (Steep hike) এই প্যাকেজের।
এন্ট্রি লেভেল প্রি-পেড প্ল্যানের (Entry level pre-paid plan) জন্য গ্রাহকদের এবার থেকে দিতে হবে সর্বনিম্ন ৯৯ টাকা। আগে যার জন্য সর্বনিম্ন ৭৯ টাকা দিতে হতো। গত জুলাই মাস পর্যন্ত মাত্র ৪৯ টাকায় এই প্যাকেজটি পেয়ে যেতেন গ্রাহকেরা।
পপুলার প্রি-পেড (Popular pre-paid plan) প্ল্যানের দাম ২৯৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩৫৯ টাকা। ১২ জিবি ডেটার টপ-আপের জন্য গ্রাহককে ৯৮ টাকার বদলে এবার থেকে দিতে হবে ১১৮ টাকা। ৫০ জিবি ডেটার দাম ৫০ টাকার বেশি বেড়ে গিয়ে হচ্ছে ৩০১ টাকা।