ক্রিকেটের নন্দনকানন বলে হয় কলকাতার ইডেন গার্ডেন্সকে। একবার গেলে বার বার যেতে ইচ্ছে করবে কলকাতার গর্ব ইডেনে।
ফুল ভালোবাসেন? এই জানুয়ারিতে অবশ্যই যান আলিপুর রোডের এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়াতে। ১৮২০ সালে উইলিয়াম কেরি তৈরি করেছিলেন এই বিশাল ফুলের বাগ
মধ্য কলকাতার প্রাণকেন্দ্রে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের সংযোগস্থলের মেটকাফ হল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের অসাধারণ ব্রিটিশ স্থাপত্যের উদাহরণ। এশিয়া
১৮৩৩ সালে মূলত আগ্রা ব্যাঙ্কের কলকাতা শাখার জন্য নির্মিত কারেন্সি বিল্ডিং দুর্দান্ত ব্রিটিশ স্থাপত্যের উদাহরণ। এর মধ্যে রয়েছে একটি অসাধারণ সংগ্রগশালা।
মধ্য কলকাতার অন্যতম সেরা আকর্ষণ পার্ক স্ট্রিট সিমেট্রি৷ কত ইতিহাস বুকে চেপে রেখেছে এই গোরস্থান। নিছক কবরখানা তো নয়, যেন আস্ত একটা ইতিহাস বই।
রাজা রাজেন্দ্র মল্লিক ১৮৩৫ সালে মার্বেল প্যালেস নির্মাণ করেছিলেন। উনবিংশ শতকের দুর্দান্ত স্থাপত্যের আরেকটি উদাহরণ মুক্তারামবাবু স্টৃরিটের এই ভবন।