6 Offbeat Hangout Places In Kolkata: অচেনা কলকাতা, ছকভাঙা ৬ ঠিকানা

By Editorji News Desk
Published on | Jan 22, 2024

ইডেন উদ্যান

ক্রিকেটের নন্দনকানন বলে হয় কলকাতার ইডেন গার্ডেন্সকে। একবার গেলে বার বার যেতে ইচ্ছে করবে কলকাতার গর্ব ইডেনে।

Image Credit: facebook

হর্টি কালচার

ফুল ভালোবাসেন? এই জানুয়ারিতে অবশ্যই যান আলিপুর রোডের এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়াতে। ১৮২০ সালে উইলিয়াম কেরি তৈরি করেছিলেন এই বিশাল ফুলের বাগ

Image Credit: facebook

মেটক্যাফ হল

মধ্য কলকাতার প্রাণকেন্দ্রে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের সংযোগস্থলের মেটকাফ হল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের অসাধারণ ব্রিটিশ স্থাপত্যের উদাহরণ। এশিয়া

Image Credit: facebook

কারেন্সি বিল্ডিং

১৮৩৩ সালে মূলত আগ্রা ব্যাঙ্কের কলকাতা শাখার জন্য নির্মিত কারেন্সি বিল্ডিং দুর্দান্ত ব্রিটিশ স্থাপত্যের উদাহরণ। এর মধ্যে রয়েছে একটি অসাধারণ সংগ্রগশালা।

Image Credit: facebook

পার্কস্ট্রিট সিমেট্রি

মধ্য কলকাতার অন্যতম সেরা আকর্ষণ পার্ক স্ট্রিট সিমেট্রি৷ কত ইতিহাস বুকে চেপে রেখেছে এই গোরস্থান। নিছক কবরখানা তো নয়, যেন আস্ত একটা ইতিহাস বই।

Image Credit: facebook

মার্বেল প্যালেস

রাজা রাজেন্দ্র মল্লিক ১৮৩৫ সালে মার্বেল প্যালেস নির্মাণ করেছিলেন। উনবিংশ শতকের দুর্দান্ত স্থাপত্যের আরেকটি উদাহরণ মুক্তারামবাবু স্টৃরিটের এই ভবন।

Image Credit: facebook