5 Off Beat Places: ঘুরে আসুন কলকাতার কাছেই ৫ অফবিট জায়গা

By Editorji News Desk
Published on | Dec 31, 2023

রায়চক

কলকাতার কাছেই রয়েছে রায়চক। শহর কলকাতা থেকে মেরেকেটে ৫৫ কিলোমিটার দূরে রয়েছে ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড়ে ছোট্ট একটি জনপদ রায়চক।

Image Credit: ফেসবুক

টাকি

বছরের প্রথম দিনে ঘুরে আসতে পারেন টাকি থেকে। ইছামতি নদীর পাড়, একাধিক রাজবাড়ি, ইকোপার্ক সঙ্গে নৌকা ভ্রমণেরও সুযোগ রয়েছে।

Image Credit: ফেসবুক

মায়াপুর

গঙ্গার তীরে রয়েছে মায়াপুর। ধর্মীয় এবং সাংস্কৃতির পারফেক্ট মেলবন্ধন এই জায়গা। কলকাতা থেকে ১৩০ কিমি দূরে মায়াপুর আদতে একটি তীর্থ ক্ষেত্র৷

Image Credit: ফেসবুক

চিন্তামণি কর পাখিরালয়

কংক্রিটের ভিড়ে একটুকরো সবুজ খুঁজতে চাইলে আপনার জন্য পারফেক্ট জায়গা চিন্তামণি কর পাখিরালয়। নরেন্দ্রপুর রথতলার কাছে এই পাখিরালয়টি।

Image Credit: ফেসবুক

চন্দননগর

কলকাতার উত্তরে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে চন্দননগর। এটি একটি পুরানো ফরাসি উপনিবেশ৷ এখানে রয়েছে সিটি মিউজিয়াম, দি সেক্রেড হার্ট চার্চ এবং ফ্রেঞ্চ সিমেট্রি

Image Credit: ফেসবুক