কলকাতার কাছেই রয়েছে রায়চক। শহর কলকাতা থেকে মেরেকেটে ৫৫ কিলোমিটার দূরে রয়েছে ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড়ে ছোট্ট একটি জনপদ রায়চক।
বছরের প্রথম দিনে ঘুরে আসতে পারেন টাকি থেকে। ইছামতি নদীর পাড়, একাধিক রাজবাড়ি, ইকোপার্ক সঙ্গে নৌকা ভ্রমণেরও সুযোগ রয়েছে।
গঙ্গার তীরে রয়েছে মায়াপুর। ধর্মীয় এবং সাংস্কৃতির পারফেক্ট মেলবন্ধন এই জায়গা। কলকাতা থেকে ১৩০ কিমি দূরে মায়াপুর আদতে একটি তীর্থ ক্ষেত্র৷
কংক্রিটের ভিড়ে একটুকরো সবুজ খুঁজতে চাইলে আপনার জন্য পারফেক্ট জায়গা চিন্তামণি কর পাখিরালয়। নরেন্দ্রপুর রথতলার কাছে এই পাখিরালয়টি।
কলকাতার উত্তরে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে চন্দননগর। এটি একটি পুরানো ফরাসি উপনিবেশ৷ এখানে রয়েছে সিটি মিউজিয়াম, দি সেক্রেড হার্ট চার্চ এবং ফ্রেঞ্চ সিমেট্রি