মহম্মদ শামির পর এবার সোশাল মিডিয়ায় ভারত অধিনায়ক বিরাট কোহলির পরিবারকে হুমকি দেওয়া হল। দিল্লি মহিলা কমিশনের নোটিস পেয়েই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করল দিল্লি পুলিশ।
মহিলা কমিশনের নোটিস থেকে জানা গিয়েছে, ভারত অধিনায়ক বিরাট কোহলির নয় মাসের মেয়ে ভামিকাকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই টুইটারের অ্যাকাউন্ট বদলে ফেলে অভিযুক্ত ব্যক্তি। মুছে ফেলা হয় টুইটও। ততক্ষণে সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। মহিলা কমিশনের নোটিস পাওয়ার পরই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
এর আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস হারার পর মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকেও সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপে ভারতের হারের পর হুমকি দেওয়া হল বিরাট কোহলির পরিবারকে।