মাত্র এক মাসে ২০ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট মাধ্যমের অপব্যবহারের প্রবণতা রুখতেই এই পদক্ষেপ বলে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে।
দেশের নয়া তথ্যপ্রযুক্তি আইনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার প্রথম ‘গাইডলাইন রিপোর্ট’ প্রকাশ করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ২০২১ সালের ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে নেটমাধ্যমের অপব্যবহার চিহ্নিত করেছেন তাঁরা। পাশাপাশি,খতিয়ে দেখা হয়েছে দায়ের হওয়া অভিযোগগুলি।
সবকিছু খতিয়ে দেখে ২০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশেরও বেশি ক্ষেত্রে ক্ষতিকর এবং অশালীন মেসেজ বিপুল ভাবে পাঠানোর অভিযোগে পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়া রয়েছে, হ্যাকিং এবং জালিয়াতির মতো ঘটনা।