দীপাবলির আগে রাজ্যে চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা গ্রাফ। স্বাস্থ্য মহলের কপালে ভাঁজ ফেলে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে (West Bengal) নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৪, মৃত্যু হয়েছে ১৫ জনের। একদিনে কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৯১৩ জন। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.২৮ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা এ রাজ্যে ১৫,৯২,৯০৮। সুস্থ হয়েছেন মোট ১৫,৬৫,৪৭১ জন। আর করোনার বলি ৮২৯৬ জন। পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ, যা শনিবারের তুলনায় কম।
বঙ্গের কোভিড গ্রাফের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এখনও সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৪ জন। তার ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু।
Coronavirus: সুপার স্প্রেডারদের চিহ্নিত করতে জনবহুল এলাকায় করোনা পরীক্ষা করাবে পুরসভা
এই দুই জেলা বাদ দিয়ে আর কোথাও দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা শতাধিক নয়। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম। তিন জেলাতেই গত ২৪ ঘণ্টায় মহামারীতে আক্রান্তের সংখ্যা পাঁচের কম।