১৫ শতাংশ ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত নিল উবর। লকডাউনের জন্য একটানা বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আগামী ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহণে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। উবর জানিয়েছে, ১৫ শতাংশ ভাড়া বাড়াচ্ছে তারা। ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে আর এক অ্যাপ ক্যাব সংস্থা ওলাও। তারা হায়দ্রাবাদে সংস্থার প্রধান দফতরে চিঠি পাঠিয়েছে।
উবর জানিয়েছে, বুধবার রাত ১২টার পর থেকেই তাদের ভাড়া বাড়বে। অর্থাৎ প্রতি কিলোমিটারে এ বার থেকে ১০ টাকার জায়গায় দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। যদিও টাইম চার্জ কমিয়ে ১ টাকা করা হয়েছে বলেই জানিয়েছে তারা।