নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (India v New Zeeland) মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক আজিঙ্কা রাহানের লক্ষ্য একদম স্পষ্ট। ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ নিতে চান তিনি। বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হবে দুই টেস্টের সিরিজ।
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohith Sharma), কে এল রাহুল (KL Rahul) প্রথম টেস্টে খেলবেন না। ফলে ভারতীয় দলের ব্যাটিংয়ের গভীরতা ঠিক কতটা, তা দেখে নেওয়ার সুযোগ মিলবে। টেস্ট অভিষেক হতে চলেছে শ্রেয়স আইয়ারের। মিডল অর্ডারে থাকবেন পুজারা এবং রাহানে।
নামী খেলোয়াড়রা না থাকলেও ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। ১৯৮৮ সালের পর ভারতে কোনও টেস্ট জিততে পারেনি নিউজিল্যান্ড।
Meat Controversy: 'গরু-শুয়োর নেই কেন'? মাংস বিতর্কে উত্তাল ২২ গজ, অবস্থান স্পষ্ট করল বিসিসিআই