নতুন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জমানায় তরতরিয়ে ছুটছে টিম ইন্ডিয়ার (Team India) বিজয়রথ। রাঁচিতে দাপটের সঙ্গে জিতল টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় T20 ম্যাচ জিতে T20 সিরিজ পকেটে পুড়ল ভারত। ব্যাট হাতে ঝলসে উঠলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohith Sharma)।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের পক্ষে মার্টিন গাপ্তিল এবং ড্যারেল মিচেল শুরুটা ভালই করেছিলেন। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে ১৪ রান করেন গাপ্তিল। সেইসঙ্গে বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে T20-তে সর্বোচ্চ রানের অধিকারী হলেন তিনি।
নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন দীপক চাহার। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড শিবির।
মাঝের ওভারে বল হাতে ভেল্কি দেখান অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। জীবনের প্রথম আন্তর্জাতিক T20 ম্যাচ খেলতে নেমে হার্ষাল প্যাটেলও ভালো বল করেন। ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ১৫৩/৬।
রান তাড়া করতে নেমে ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত এবং রাহুল। বিনা উইকেটে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। এরপর বাকি কাজটুকু সহজে সেরে ফেলে মিডল অর্ডার।