ICC রিলিজ করল আসন্ন T-20 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং (T2O world cup anthem) 'লাইভ দ্য গেম'।
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয় সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি এই থিম সংটি।
T20 World Cup: ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে T20 বিশ্বকাপ
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) আয়োজনে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এবং ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে T-20 বিশ্বকাপ। রিলিজের পরেই সাড়া ফেলে দিয়েছে গানটি।
এই থিম সংয়ের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড চরিত্র দিয়ে তৈরি করা হয়েছে। কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। থিম সংয়ের মিউজিক ভিডিওতে দেখা যাবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের অ্যানিমেটেড চেহারা।