১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে T20 বিশ্বকাপ আয়োজিত হবে।
করোনা আবহে ভারত থেকে T20 World Cup সরে যাচ্ছে এই ঘোষণা আগেই করা হয়েছিল ।এবার খেলা কোথায় হবে তাও স্পষ্ট হয়ে গেল।
ভারতে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা কমলেও দেশে ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে ।বেশ কয়েকটি রাজ্যে ডেল্টা সংক্রমণ ছড়িয়ে পড়েছে , চলছে লকডাউন। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।