গ্রুপ-ডি(Group D) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন, রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দিয়েছেন। এর পাশাপাশি বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করেছে ডিভিশন বেঞ্চ।
এই বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নজরদারিতে। এই দলে রয়েছেন হাইকোর্টের(Calcutta High Court) আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। SSC-এর তরফে অনুসন্ধানকারী দলে রয়েছেন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের(WBBSE) সহ-সচিব পারমিতা রায়।
আরও পড়ুন- Nagaland Violence: শেষ মুহূর্তে যাত্রা বাতিল, সোমবার নাগাল্যান্ড যাচ্ছেন না তৃণমূলের প্রতিনিধি দল
২২ নভেম্বর সরকারি স্কুলের গ্রুপ-ডি(Group-D) কর্মচারী নিয়োগে দুর্নীতির জন্য সিবিআইকে(CBI) অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। এরপর SSC গ্রুপ-ডি(Group D) দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।