Sourav Ganguly Biopic: বায়োপিকে আগ্রহ নেই রণবীরের, তবে কি নিজের ভূমিকায় মহারাজ!

Updated : Sep 24, 2021 18:42
|
Editorji News Desk

বায়োপিকে নিজে অভিনয় করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক (Biopic)। শোনা গিয়েছিল, রণবীর কাপুর (Ranveer Kapoor) এই ভূমিকায় অভিনয় করবেন। উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নামও। জানা যাচ্ছে, সৌরভের চরিত্রে কাজ করতে আগ্রহী নন রণবীর। 

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও সামনে এসেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর আদল অনেকটা মেলে। প্রযোজক পরমব্রতকে নিতে রাজি নন। সৌরভের মতো চরিত্রের জন্য তিনি বলিউডের কোনও মুখ খুঁজছেন। সৌরভের বায়োপিক করার জন্য আগ্রহ দেখিয়েছেন অনেক অভিনেতা। এদিকে রণবীর সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন। প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে অভিনয় করতে একেবারেই আগ্রহী নন। ঘনিষ্ঠ মহলের খবর, রণবীর ক্রিকেট ঠিক পছন্দ করেন না। তাঁর পছন্দ ফুটবল। তাই সৌরভের ভূমিকায় অভিনয় করতে চাইছেন না।

লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনায় রিলিজ করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ঘোষণা হতেই মেতে উঠেছেন সৌরভ অনুরাগীরা। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। কে প্রধান চরিত্রে অভিনয় করবেন, তা নিজেই ঠিক করবেন প্রযোজক। তবে টলিউড ও বলিউডের দুই তারকার নাম সরে যেতেই সামনে আসছে সৌরভের নাম। ক্যামেরার পিছনে শুটিং করছেন দীর্ঘদিন। সৌরভ নিজেও এখন অনেকটাই সাবলীল। নিজের বায়োপিকে সৌরভ নিজে অভিনয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Sourav GangulyRanbir KapoorSourav Ganguly biopicParambrata Chatterjee

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও