বিশ্বকাপের প্রথম দিনেই স্কটল্যান্ডের বিরুদ্ধে হার শাকিবদের। ৬ রানে বাংলাদেশকে হারিয়ে দিল স্কটল্যান্ড। এই ম্যাচে স্কটল্যান্ডের থেকে খাতায় কলমে অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল টাইগাররা। তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসল স্কটল্যান্ড। ৬ রানে তারা হারিয়ে দিল মাহমুদুল্লাহ বাহিনীকে।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট- মূলত এই ২ জনের ব্যাটিংয়ের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ ইকেট হারিয়ে ১৪০ রান বোর্ডে তুলে নেয় স্কটল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। স্কটল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রিস গ্রিভস।