ভারতের T20 দলের অধিনায়ক নির্বাচিত হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মঙ্গলবার BCCI-এর তরফে এই ঘোষণা করা হয়েছে । নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন T20 সিরিজে ভারতের হয়ে তিনি নেতৃত্ব দেবেন । ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল (K L Rahul) ।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন T20 সিরিজে ১৬ জনের দল ঘোষণা করেছে BCCI । তবে দলে নাম নেই বিরাট কোহলির । নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে আপাতত বিশ্রামে থাকছেন কোহলি । অন্যদিকে, চোটের কারণে দলে জায়গা পাননি হার্দিক পাণ্ডিয়া । IPL -এর দ্বিতীয় পর্বে ভালো পারফরম্যান্সের জন্য T20 দলে জায়গা করে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষল প্যাটেল ।
ভারতের টি-২০ স্কোয়াড : রোহিত শর্মা (Rohit Sharma) (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (K L Rahul) (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), শ্রেয়স আইয়ার(Shreyas Iyer), সূর্যকুমার যাদব(Suryakumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant) (উইকেট-কিপার), ইশান কিষাণ (Ishan Kishan) (উইকেট-কিপার), ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), যুজবেন্দ্র চাহাল(Yuzvendra Chahal), রবিচন্দ্রন অশ্বিন(R Ashwin), অক্ষর প্যাটেল(Axar Patel) , আবেশ খান(Avesh Khan), ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar), দীপক চাহার(Deepak Chahar), হর্ষল প্যাটেল(Harshal Patel) ও মহম্মদ সিরাজ(Mohd. Siraj) ।