এয়ারটেল (Airtel) ও ভোডাফোনের (vodafone) পর নিঃশব্দে দাম বাড়াল রিলায়েন্স জিও (Reliance Jio)। ৯৮ টাকার ন্যূনতম রিচার্জের জন্য এবার জিও গ্রাহকদের (Jio Customer) দিতে হবে ১১৯ টাকা।
চলতি বছর মে মাস থেকেই ৯৮ টাকার প্ল্যান বন্ধ করেছিল জিও। এতদিন নতুন কোনও প্ল্যানের ঘোষণা করেনি এই সংস্থা। এবার জিও নেটওয়ার্কে (Jio Network) ন্যূনতম রিচার্জের দাম প্রকাশ্যে এল। ৯৮ টাকার পরিবর্তে এবার গ্রাহকদের দিতে হবে ১১৯ টাকা। এই নতুন প্ল্যানে কিছু বাড়তি সুবিধা দিচ্ছে জিও। এই প্ল্যানে ১৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, রোজ ১.৫ জিবি ডেটার সুবিধা আগেও ছিল। এবার থাকছে ৩০০টি ফ্রি এসএমএসের সুবিধা।
এখনও আনুষ্ঠানিকভাবে এই প্ল্যান ঘোষণা করেনি জিও। কিন্তু সংস্থার ওয়েবসাইটে গেলে ন্যূনতম রিচার্জের এই প্ল্যান দেখা যাবে। অন্য প্রিপেইড প্ল্যানেও (Prepaid Plan) দাম বাড়িয়েছে জিও।
আরও পড়ুন: পণ্যের দামে জিও মার্টের অস্বাভাবিক ছাড় ভয় ধরাচ্ছে দেশের বিভিন্ন বিক্রেতাদের
৭৫ টাকার প্ল্যানের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা। ১২৯ টাকার পরিবর্তে নতুন প্ল্যানের দাম ১৫৫ টাকা। ১৪৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১৭৯ টাকা। ১৯৯ টাকার দাম বেড়ে হয়েছে ২৩৯ টাকা। ২৪৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৯৯ টাকা। ৩৯৯ টাকার প্ল্যানের নতুন দাম ৪৭৯ টাকা। ৪৪৪ টাকার পরিবর্তে এখন নতুন দাম হল ৫৩৩ টাকা। ৩২৯ টাকার প্ল্যানের দাম এখন ৩৯৫ টাকা। ৫৫৫ টাকার প্ল্যানের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ টাকা। ৫৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৭১৯ টাকা। ১২৯৯ টাকার পরিবর্তে এখন নতুন প্ল্যানে দিতে হবে ১৫৫৯ টাকা। ২৩৯৯ টাকার প্ল্যানের নতুন দাম ২৮৭৯ টাকা।