ষষ্ঠ দফার নির্বাচনে তারকার আকাল ঢেকে দিতে পারেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। তাঁকে চোখের দেখা দেখতে ভিড়ও হচ্ছে যথেষ্ট। কিন্তু লড়াইটা যে সহজ নয়, তা ভাল মতোই টের পাচ্ছেন বক্স-অফিসের নাড়িনক্ষত্র বোঝা রাজ। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির চন্দ্রমণি শুক্লা। যিনি কয়েক মাস আগে নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার বাবা। সেই আবেগ এবং গেরুয়া হাওয়া চিন্তা বাড়াচ্ছে তৃণমূলের। সঙ্গে রয়েছে অবাঙালি ভোটের সমীকরণ। লোকসভায় এই আসনে ব্যারাকপুরে ৬৪,০৪৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৬০,৫২৭ ভোট। সিপিএম পেয়েছিল ১৬, ৭০৮ ভোট।