মহাষ্টমীতে বৃষ্টি হতে পারে। এমন আশঙ্কার কথাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীতে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে আকাশের মুখ ভার। তবে কোথায় কখন বৃষ্টি হবে তা নির্দিষ্ট করে বলেনি আবহাওয়া দফতর।
বৃষ্টি হলেও মহাষ্টমীর উদযাপন পুরোপুরি পণ্ড হবে না। কারণ, মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা বা শহরতলীর কোথাও জল জমে যাবে এমন সম্ভাবনাও কম। তাই ঘোরাঘুরিতে ব্রেক দেওয়ার কারণ নেই, কেবল সঙ্গে ছাতা রাখা মাস্ট।
অষ্টমী থেকেই অল্প অল্প করে শুরু হতে পারে নিম্নচাপের বৃষ্টি। চলবে দশমী পর্যন্ত। রাজ্যের বেশির ভাগ জেলা থেকে বর্ষা চলে গিয়েছে, কিন্তু উত্তর বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, তার জেরেই অষ্টমী থেকে বৃষ্টি শুরুর পূর্বাভাস।