ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক যে কোচ হতে চলেছেন ভারতের, তা মোটামুটি নিশ্চিতই ছিল। সেই মতোই এবার রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন রাহুল দ্রাবিড়। ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিলই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব হতে চলেছে।
জাতীয় দলের কোচের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন।