করোনা অতিমারী মোকাবিলায় নজির গড়েছে ভারত। ১০০ কোটি টিকার (100 Crore Vaccinations) মাইলস্টোন পেরিয়েছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শনিবার সাতটি টিকা প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী দিনে টিকার রুটম্যাপ কী হবে, তা ঠিক করা হবে এই বৈঠকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শনিবার উপস্থিত থাকবেন সিরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক, ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ, জাইডাস ক্যাডিলাম, বায়োলজিক্যাল ই, জেনোভা বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটেক সংস্থাগুলোর প্রতিনিধিরা। শুক্রবার ১০০ কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
১০০ কোটি মানুষের টিকার লক্ষ্যমাত্রা পেরোনো দেশের কাছে বড় মাইলস্টোন। সেই নিয়েই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধে সাতটা থেকে এই বৈঠক শুরু হবে। ভ্যাকসিন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতেই এই বৈঠক।