কলকাতাতেও ১০০ ছাড়াল ডিজেলের দাম! লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। পাশাপাশি লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।
এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।
Hilsa: কালীপুজো, ভাইফোঁটার আগেই বাংলাদেশ থেকে ঢুকবে প্রচুর ইলিশ
রাজ্যের ২৩টির মধ্যে ১৬টি জেলাতেই ১০০ পার করল ডিজেল। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দামে সেঞ্চুরি। এর আগেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া ও মুর্শিদাবাদে ১০০ পার করেছে ডিজেল।