পেট্রোলের দামবৃদ্ধির কোনো বিরাম নেই। আবারও ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম।
মাঝে দু’-একদিনের বিরতি দিলেও বুধবার থেকে পরপর ২ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। বৃহস্পতিবার সকালে ১০৭ টাকা ছাড়িয়ে গেল পেট্রোল। লিটারে ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ১১ পয়সা।
Kolkata Murder: সদ্যোজাতকে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে, তদন্তে পুলিশ
সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১২ টাকা ৪৪ পয়সা। ১০০ পার করে ডিজেলের দাম হয়েছে ১০৩ টাকা ২৬ পয়সা।