প্লে অফে যোগ্যতা অর্জনের কাছে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শনিবারের ম্যাচ ধরলে বাকি আর মাত্র তিনটে ম্যাচ। এর মধ্যে দুটোতে জিততে পারলেই প্লে অফে উঠে যাবে তারা। ফলে শারজায় শনিবারের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যথেষ্টই চড়ছে।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাটের দল। কিন্তু আবারও ব্যাট হাতে ব্যর্থ হন কোহলী। তবে ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে সম্মানজনক রানের মুখ দেখে আরসিবি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে আরসিবির স্কোর গিয়ে দাঁড়ায় ১৬৪ তে।
তবে খেলা এখনও চলছে। পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ৩৯ রানে আউট হন। তাঁর পেছনেই ফিরে যান নিকোলাস পুরান। প্রতিবেদন লেখাকালীন ক্রিজে রয়েছেন মার্করাম এবং মায়াঙ্ক আগারওয়াল।