পাঞ্জাব কিংসের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে IPL 2021 -এর প্লে-অফের রাস্তা কিছুটা কঠিন হয়ে গেল KKR-এর জন্য
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল কলকাতা। নতুন তারকা ভেঙ্কটেশ আইয়ার আরও একবার অনবদ্য ইনিংস খেলেন। মূলত তাঁর ৪৯ বলে ৬৭ রানের ইনিংসে ভর করেই নাইটরা ১৬৫ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায়। ভাল ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী এবং নীতীশ রানাও (Nitish Rana)।
IPL 2021, CSKvSRH: ছয় মেরে জয় আনলেন ধোনি, সেই সঙ্গে ক্যাচের সেঞ্চুরি
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাঞ্জাব। লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল টিমের দুই প্রথম সারির তারকা প্রথম উইকেটের জুটিতেই তুলে দেন ৭০ রান। এরপর বরুণ চক্রবর্তীর জোড়া উইকেটে ম্যাচে ফেরে নাইটরা। ভাল বল করেন মাভি এবং নারিনও। কিন্তু শেষ পর্যন্ত লোকেশ রাহুলের (KL Rahul) দুর্দান্ত ইনিংস ম্যাচ জিতিয়ে দেয় পাঞ্জাবকে।