দেশে ফের আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ।
ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই, মূলত ফেব্রুয়ারি মাসে দেশে করোনার নয়া প্রজাতি ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বাড়বে। এই কমিটির প্রধান বিদ্যাসাগর জানিয়েছেন, তাঁদের অনুমান, ওমিক্রনের সংক্রমণ বাড়ার কারণে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও তা দ্বিতিয় ঢেউয়ের মতো ততোটা মারাত্মক হবে না।
দেশের জনসংখ্যার একটি বিপুল অংশের ইতিমধ্যে টিকাকরণ হয়য়ে গিয়েছে বলে ,তৃতীয় ঢেউ তেমন মারাত্মক হবে না বলে জানান তিনি। আইআইটি হায়দরাবাদের অধ্যাপক আরও জানিয়েছেন, দেশে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে।