উৎসবের মরশুম শেষ হতেই রাজ্যে আবারও চালু হতে চলেছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। আগামী ২১ অক্টোবর থেকেই চালু হবে রাত্রিকালীন কারফিউ। পাশাপাশি, জেলাশাসকদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব৷ সর্বত্র করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্গাপুজোর আবহে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছিল রাজ্য সরকার। তুলে নেওয়া হয়েছিল রাত্রিকালীন কারফিউ। কিন্তু লক্ষ্মীপুজোর পর থেকেই ফের শুরু হবে কড়াকড়ি।
Covid In Bengal : টেস্ট বাড়তেই ফের ৭০০-র ঘরে দৈনিক সংক্রমণ, মৃত্যু ১২ জনের
উৎসবের মরশুমে বেহিসাবি ভিড় বাড়িয়েছে করোনা সংক্রমণের হার৷ কমেছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও। সব মিলিয়ে বাড়ছে রক্তচাপ।