মালদ্বীপে লম্বা ছুটি কাটানোর পর দুবাইয়ে স্কাই ডাইভিং করলেন অলিম্পিকের সোনা জয়ী নীরজ চোপড়া। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নীরজ সেই অভিজ্ঞাতাও ভাগ করে নেন নীরজ।
সম্প্রতি মালদ্বীপে লম্বা ছুটি কাটাতে যান নীরজ চোপড়া। এরপরই দুবাইয়ের স্কাই ডাইভিংয়ে দেখা গেল তাঁকে। এরোপ্লেন থেকে ঝাঁপ দেওয়ার আগে ভয় লেগেছিল নীরজের। সোশাল মিডিয়ায় জানালেন, আকাশে ভেসে থাকার মজাটা একদম অন্যরকম।
জার্মান কোচ ক্লস বার্টনের সঙ্গে জুটি বেঁধে অলিম্পিকে সোনা জিতেছেন। ২০২৪ প্যারিস অলিম্পিকেও তাঁর অধীনে খেলতে চান নীরজ। ফ্যানদের প্রশ্নোত্তর পর্বে এসে নীরজ বলেন, তিনি ট্রেনিং সেশনে সিরিয়াস হতে চান না। বার্টনও নীরজের সেই মনের কথাটা বোঝেন।