উৎসবের মরশুম কাটতেই দেশের কোভিড (COVID-19)গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত ১৩ হাজার ৫৯৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৩০ দিনের মধ্যে এই সংক্রমণ সবচেয়ে কম। কমেছে অ্যাকটিভ কেসও (Active cases)। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম। গত ২৪ ঘণ্টায় ১৬৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বহুদিন পর এই প্রথম মৃত্যুশূন্য মুম্বই।
উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিলই, তবে তা এড়াতে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল দেশজুড়ে। বিভিন্ন রাজ্যেও পৃথকভাবে জারি ছিল কোভিডবিধি। আর সেসবেরই সুফল মিলল। সংক্রমণ বৃদ্ধি নয়, বরং করোনাযুদ্ধে আরও খানিকটা এগিয়ে গেল দেশ।